English Version
আপডেট : ১৪ জুন, ২০১৬ ১৬:২৬

বুধবার স্পটে যাচ্ছে সাইফ পাওয়ারেটেক

নিজস্ব প্রতিবেদক
বুধবার স্পটে যাচ্ছে সাইফ পাওয়ারেটেক

সাইফ পাওয়ারেটেক কোম্পানির শেয়ার স্পট মার্কেটে লেনদেন হবে আগামিকাল বুধবার। এ লেনদেন চলবে বৃহস্পতিবার (১৬ জুন) পর্যন্ত।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির বিশেষ সাধারণ সভার (ইজিএম) জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী রোববার (১৯ জুন)। ওইদিন কোম্পানিটির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। এর অংশ হিসেবেই দুই দিন স্পট মার্কটে কোম্পানিটির শেয়ার লেনদেন হবে।

কোম্পানিটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে প্রস্তাবিত রাইট শেয়াররের অনুমোদন পেলে পরবর্তী রেকর্ড ডেট ঘোষণা করবে।