English Version
আপডেট : ১৩ জুন, ২০১৬ ১৪:০১

চার’শ কোটি টাকার বন্ড ইস্যু করবে এসআইবিএল

অনলাইন ডেস্ক
চার’শ কোটি টাকার  বন্ড ইস্যু করবে এসআইবিএল

সোস্যাল ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদ ৪০০ কোটি টাকার এসআইবিএল সেকেন্ড মুদরাবা সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে। বন্ডটি ৬ বছর মেয়াদী।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্যাংকটি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের অনুমোদন পেলেই বন্ড ইস্যু করতে পারবে।

এই বন্ডের প্রতি ইউনিটের মূল্য ৫ লাখ টাকা। ব্যাক্তি বিনিয়োগকারীদের জন্য লট সাইজ ১ ইউনিট। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জন্য ২০ ইউনিট। ব্যাক্তি বিনিয়োগকারীরা নূন্যতম ৫ লাখ ইউনিটের জন্য আবেদন করতে পারবে। আর প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা ১ কোটির জন্য আবেদন করতে পারবে।

বন্ডটি প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে ইস্যু করা হবে। লিস্টিং স্ট্যাটাস হবে আন-লিস্টেডে।