English Version
আপডেট : ১২ জুন, ২০১৬ ১৭:৩৮

মেশিনারি কিনবে প্যারামাউন্ট

অনলাইন ডেস্ক
মেশিনারি কিনবে প্যারামাউন্ট

প্যারামাউন্ট টেক্সটাইলের পরিচালনা পর্ষদ মূলধন মেশিনারি কেনার সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি বায়ো- রাসায়নিক বর্জ্য শোধনগারকে জৈবিক বর্জ্য শোধনগারে রূপান্তরের জন্য এই মেশিনারি কিনবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটি পূবালী ব্যাংক থেকে ঋণ সুবিধা নিয়ে এই রূপান্তর প্রক্রিয়া সম্পন্ন করবে।  মূলধন মেশিনারির নাম লামেলা প্যাকস ক্লারিফায়ার। এটা ইউরোপ থেকে আমদানি করা হবে। সরবরাহকারী প্রতিষ্ঠানের নাম পান্তা রেই ওয়াটার সলুশনস।

মূলধন মেশিনারির মূল্য ৪ লাখ ৪৫ হাজার ইউরো।