English Version
আপডেট : ১১ জুন, ২০১৬ ১২:৫৪

গেইনার শীর্ষে ব্র্যাক ব্যাংক

অনলাইন ডেস্ক
গেইনার শীর্ষে ব্র্যাক ব্যাংক

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনারের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক। সপ্তাহের ব্যবধানে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১১.৪০ শতাংশ।

তথ্য মতে, আলোচ্য সপ্তাহে ব্র্যাক ব্যাংক প্রতিদিন গড়ে ৩ কোটি ৭৪ লাখ ২৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর সপ্তাহে এই কোম্পানির ১৮ কোটি ৭১ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে থাকা ব্যাংক এশিয়ার দর বেড়েছে ৮.৮৪ শতাংশ। সমাপ্ত সপ্তাহে এই কোম্পানির প্রতিদিন গড়ে ৬৫ লাখ ৩ হাজার ৪০০ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সপ্তাহজুড়ে কোম্পানিটির ৩ কোটি ২৫ লাখ ১৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। শেয়ার লেনদেন হয়েছে। আর এই সপ্তাহে কোম্পানিটির ৬২ কোটি ৫৫ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।

গেইনার তালিকায় থাকা বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের দর ৮.১৯ শতাংশ, বিবিএস ৮.০৩ শতাংশ, প্যারামাউন্ট টেক্সটাইল ৬.৮২ শতাংশ, ইবনে সিনা ৬.৪২ শতাংশ, ঢাকা ইন্স্যুরেন্স ৬.১২ শতাংশ, তসরিফা ইন্ডাস্ট্রিজ ৬.০৫ শতাংশ, রিলায়েন্স ইন্স্যুরেন্স ৫.৫৬ শতাংশ এবং ফার কেমিক্যাল ৪.৭৬ শতাংশ দর বেড়েছে।