English Version
আপডেট : ৮ জুন, ২০১৬ ১৩:২১

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি বন্ধ

অনলাইন ডেস্ক
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রি বন্ধ

আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের শেয়ার বিক্রির ওপর স্থগিতাদেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। একটি বিদেশি প্রতিষ্ঠানের কাছে শেয়ার বিক্রির চুক্তিতে ওই আল-আরাফাহ্ ব্যাংকের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ ও অপসারণে একচ্ছত্র আধিপত্য দেওয়ার কারণে কেন্দ্রীয় ব্যাংক এই স্থগিতাদেশ দিয়েছে।

আল-আরাফাহ্ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, শেয়ার বিক্রির জন্য বিদেশি সংস্থা ইসলামিক কর্পোরেশন ফর দ্য ডেভেলপমেন্ট (আইসিডি) অব দ্য প্রাইভেট সেক্টরের সাথে যে চুক্তি হয়েছে তার কিছু ধারা দেশের ব্যাংক কোম্পানি আইন ও কোম্পানি আইনের সাথে সাংঘর্ষিক। আইসিডির পরিচালকদের বিশেষ ক্ষমতা দেওয়া কোনো আইনেই সমর্থন যোগ্য নয়।

এ কারণেই, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকে ব্যাংকটির প্রধান নির্বাহীকে চিঠি দিয়ে ব্যাংকের মূলধন ঘাটতি না থাকায় পরিশোধিত মূলধন বৃদ্ধিকল্পে ১০ শতাংশ নতুন শেয়ার বিদেশি সংস্থার কাছে হস্তান্তর না করে প্রয়োজনে বোনাস শেয়ার, রাইট শেয়ার ইস্যুর পরামর্শ দেওয়া হয়েছে। ওই চুক্তি প্রতিষ্ঠানের অভ্যন্তরে ক্ষমতার ভারসাম্যহীনতা তৈরি করতো। তাই ওই চুক্তির ধারাগুলো সংশোধনের দরকার আছে। চুক্তিটি দেশের আইনকে লঙ্ঘন করেছে বলে মনে করছে বলে জানান যায়।