English Version
আপডেট : ৭ জুন, ২০১৬ ১৩:০৯

শাহজিবাজার পাওয়ারে দর বাড়ার তথ্য নেই

অনলাইন ডেস্ক
শাহজিবাজার পাওয়ারে দর বাড়ার তথ্য নেই

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। কোম্পানির শেয়ারে অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)।

জানা গেছে, কোম্পানির শেয়ারের অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই গতকাল ৬ জুন নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ার দর বাড়ছে।

এদিকে, গত ১৫ মে থেকে এসপিসিএলের শেয়ার দর টানা বেড়ে চলেছে। এই সময়ে মাত্র ২ দিন শেয়ারটির দরপতন হয়েছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ১০৯ টাকা থেকে বেড়ে সর্বশেষ ১৪১ টাকা পর্যন্ত লেনদেন হয়েছে। অর্থাৎ এই সময়ে শেয়ারটির দর বেড়েছে প্রায় ৩২ টাকা।