English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৭:৪৯

চূড়ান্ত বাজেটে প্রস্তাবগুলো বিবেচনার দাবি সিএসইর

অনলাইন ডেস্ক
চূড়ান্ত বাজেটে প্রস্তাবগুলো বিবেচনার দাবি সিএসইর

২০১৬-১৭ অর্থবছরের ঘোষিত বাজেটে বিবেচনা করা না হলেও চূড়ান্ত বাজেটে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রস্তাবগুলো বিবেচনা করার দাবি জানানো হয়েছে।

রবিবার (৫ জুন) এক সংবাদ সম্মেলনে সিএসইর ঢাকা অফিসে ঘোষিত বাজেট প্রতিক্রিয়ায় এ দাবি জানান সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার।

পুঁজিবাজারের ক্রান্তিকাল উত্তরণে বাজেটে ৯টি বিষয়ে প্রস্তাব করে সিএসই। যা ঘোষিত বাজেটে প্রতিফলন হয়নি বলে জানান সিএসইর ব্যবস্থাপনা পরিচালক এম সাইফুর রহমান মজুমদার। বিষয়গুলো চূড়ান্ত বাজেটে পুনর্বিবেচনার জন্য দাবি জানান।

সিএসইর দাবিগুলোর মধ্যে রয়েছে—সিএসইকে ৫ বছর সম্পূর্ণ কর অবকাশ সুবিধা দেওয়া, তালিকাভুক্ত কোম্পানি ও স্টক এক্সচেঞ্জের ক্ষেত্রে জুলাই-জুন হিসাব বছর করার বাধ্যবাধকতা থেকে বাইরে রাখা, স্টক এক্সচেঞ্জ-এর ট্রেকহোল্ডারদের কাছ থেকে আদায়কৃত ০.০৫ শতাংশ উৎসে কর হার কমিয়ে ০.০১৫ শতাংশ করা, লভ্যাংশ আয়ের ওপর দ্বৈত কর হার নীতি পরিহার করা, মূলধনী লাভের ওপর সম্পূর্ণ কর প্রত্যাহার, তালিকাভুক্ত কোম্পানির করপোরেট কর হার কমানো, ব্যক্তিগত করদাতাদের কর মুক্ত আয় সীমা ২ লাখ ৫০ হাজার থেকে ৩ লাখ করা, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ন্যায় ট্রেকহোল্ডারদের মওকুফকৃত যে কোনো পরিমাণ মার্জিণ ঋণ ও সুদ কর আওতার বাইরে রাখা ও অভিবাসী ব্যক্তিদের কারিগরি সেবা পরিশোধের ক্ষেত্রে উৎসে কর ১০ শতাংশে কমিয়ে আনা।

সংবাদ সম্মেলনে সিএসইর চেয়ারম্যান ড. আব্দুল মজিদ, সিএসই পরিচালক খায়রুল আনাম চৌধুরী, ভারপ্রাপ্ত চিফ রেগুলেটর অফিসার মো. সামসুর রহমানসহ অন্যরা উপস্থিত ছিলেন।