English Version
আপডেট : ৫ জুন, ২০১৬ ১৫:২৮

প্রস্তাবগুলো অামলে না নিলেও অর্থমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

এমএজামান
প্রস্তাবগুলো অামলে না নিলেও অর্থমন্ত্রীকে ডিএসইর অভিনন্দন

পুঁজিবাজারের উন্নয়ন লক্ষ্যে প্রতিবছরের মত এবারেও ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৫টি প্রস্তাব করেন। ডিএসইর এসব প্রস্তাব অর্থমন্ত্রী আবুল মাল আবুল মুহিত আমলে নেননি। এরপরও আসন্ন বাজেট প্রস্তাবকে ডিএসই অভিনন্দন জানিয়েছেন।

রোববার (৫ জুন) দুপুরে ডিএসইর ভবনে আয়োজিত বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কর্তৃপক্ষরা। সংবাদ সম্মেলনে, পুঁজিবাজারের উন্নয়নে ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত পাঁচটির মধ্যে অন্তত প্রথম দুইটি প্রস্তাব বিশেষ বিবেচনায় নেওয়ার দাবি করেন ডিএসই কর্তৃপক্ষরা।

ডিএসই চেয়ারম্যান বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া বলেন, ডিমিউচ্যুয়ালাইজেশন পরবর্তী ৫ বছরের জন্য কর অবকাশ সুবিধা প্রদান এবং ট্রেকহোল্ডারদের নিকট থেকে উৎসে কর আরও কমানোর দাবি দুইটি অন্তত বিবেচনায় নেওয়া হোক। কারণ এখনও বাজেট পাশ হয়নি। এখনও বিবেচনায় নেওয়ার সুযোগ রয়েছে।

তিনি অর্থমন্ত্রীর এই বাজেট প্রস্তবনাকে ইতিবাচক হিসাবে উল্লেখ করেন বলেন, নানা প্রতিকূলতা স্বত্ত্বেও দেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। যেখানে পুঁজিবাজার অবদান রাখছে। ইতোমধ্যে পুঁজিবাজারে নানা সংস্কার হয়েছে। যা এর সুশাসন ও বাজার উন্নয়নে ভূমিকা রাখবে।

এসময়ে সাংবাদিকদের করা প্রশ্নের জবাবে ডিএসইর পরিচালক শাকিল রিজভী বলেন, আমরা যে প্রস্তাব করে ছিলাম তা বিবেচনা করেননি। কিন্তু অর্থমন্ত্রী যে বাজেট প্রস্তাব করেছে তাতে দেশের অর্থনীতির জন্য বেশ ইতিবাচক। আর অর্থনীতি চাঙ্গা হলে পুঁজিবাজার অটোভাবে ভাল দিকে যাবে বলে বিশ্বাস করেন তিনি।  

সেই দিকে দৃষ্টি দিয়ে আমরা এবারের প্রস্তাবিত বাজেটকে অভিনন্দন জানিয়েছি। তবে আমরা হাল ছেড়ে দিচ্ছি না। অাসন্ন বাজেটে পাঁচ প্রস্তাব রয়েছে। এসব প্রস্তাবগুলোর মধ্যে অন্তত প্রথম দুইটি প্রস্তাব বিশেষ বিবেচনায় রাখার দাবিও করেন তিনি।

এসময় ডিএসইর ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মতিন পাটওয়ারি উপস্থিত ছিলেন।