English Version
আপডেট : ২ জুন, ২০১৬ ১৮:৫৬

করপোরেট কর হার পরিবর্তন হবে না

নিজস্ব প্রতিবেদক
করপোরেট কর হার পরিবর্তন হবে না

২০১৬-১৭ অর্থবছরে করপোরেট কর (Corporate Tax) হারে কোনো পরিবর্তন আসছে না। অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত তার বাজেট বক্তৃতায় এই কর হার অপরিবর্তিত রাখার ঘোষণা দিয়েছেন।

বর্তমানে ব্যাংক, বিমা, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান, সিগারেট প্রস্তুতকারী কোম্পানি ও মোবাইল ফোন অপারেটর ছাড়া বাকী সব তালিকাভুক্ত কোম্পানিকে ২৫ শতাংশ হারে আয়কর দিতে হয়।

তালিকাভুক্ত মোবাইল ফোন অপারেটরকে দিতে হয় ৪০ শতাংশ কর। ব্যাংক, বিমা, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান তালিকাভুক্ত হলে ৪০ শতাংশ এবং পুঁজিবাজারের বাইরে থাকলে ৪২ দশমিক ৫০ শতাংশ হারে কর দিতে হয়।

পুঁজিবাজারের বাইরে থাকা অন্যান্য কোম্পানিকে কর দিতে হয় ৩৫ শতাংশ হারে।

কর হার অপরিবর্তিত রাখার প্রস্তাবের যুক্তি হিসেবে অর্থমন্ত্রী বলেন, বাংলাদেশের কোম্পানি করহার বর্তমানে বেশ যৌক্তিক পর্যায়ে রয়েছে বিধায় আমি বিদ্যমান কোম্পানি করহার বহাল রাখার প্রস্তাব করছি।