English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৫:৩৫

দুই ফান্ডের সম্পদ ইউনিটধারীদের মাঝে বিতরণে বাধা নেই

অনলাইন ডেস্ক
দুই ফান্ডের সম্পদ ইউনিটধারীদের মাঝে বিতরণে বাধা নেই

এইমস ফার্স্ট গ্যারান্টেড মিউচ্যুয়াল এবং গ্রামীণ মিউচ্যুয়াল ফান্ডের স্কিম ওয়ান অবসায়ন সংক্রান্ত দায়ের করা সব রিট খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। এর ফলে ফান্ড দুটির সম্পদ ইউনিটধারীদের মাঝে বিতরণে আর কোন বাধা নেই।

মঙ্গলবার (৩১ মে) প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত সৈয়দ মাহমুদ হোসেন, হাসান ফয়েজ সিদ্দিকী ও মির্জা হোসেন হায়দার সমন্বিত পূর্ণাঙ্গ বেঞ্চ এ রায় দেন।

এর আগে ফান্ড দুটির সম্পদ ইউনিটধারীদের মাঝে বিতরণের জন্য ৭ কার্যদিবস সময় বেঁধে দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। যা বিতরণের জন্য সর্বশেষ সময় দেওয়া হয় ৪ মে। তবে রিটের চূড়ান্ত শুনানির আগেই অবসায়ন প্রক্রিয়া শেষ করার উদ্যোগ নেওয়ায় আদালতের নির্দেশে অর্থ বিতরণ প্রক্রিয়া স্থগিত হয়ে যায়। যে স্থগিতাদেশ মঙ্গলবারের রায়ের মাধ্যমে প্রত্যাহার হয়েছে।

মিউচ্যুয়াল ফান্ডের রূপান্তর-অবসায়ন ইস্যুতে নিয়ন্ত্রক সংস্থার প্রজ্ঞাপনকে অবৈধ ঘোষণা করে হাইকোর্ট। যা গত ১১ ফেব্রুয়ারি স্থগিত করে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ওই দিন মিউচ্যুয়াল ফান্ডগুলোর রূপান্তর-অবসায়নে বাধা নেই বলে জানিয়েছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।