English Version
আপডেট : ৩১ মে, ২০১৬ ১৫:২৪

রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

অনলাইন ডেস্ক
রূপালী ব্যাংকের ডিভিডেন্ড ঘোষণা

রূপালী ব্যাংকের পরিচালনা পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২০১৫ সালের হিসাব বছরের জন্য এ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

রূপালী ব্যাংক ২০১৫ সালে (সমন্বিত) প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ০.৯৯ টাকা। যা আগের বছর করেছিল ২.৩৫ টাকা।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৫৩.৪৭ টাকা। কোম্পানিটির ঘোষিত ডিভিডেন্ড চূড়ান্ত অনুমোদনের জন্য আগামী ৩০ জুন সকাল ১১টায় ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারসে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এবং রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামি ১৬ জুন ।