English Version
আপডেট : ৩০ মে, ২০১৬ ১৭:০৭

পরিশোধিত মূলধন বাড়াবে ওয়ান সিকিউরিটিজ

অনলাইন ডেস্ক
পরিশোধিত মূলধন বাড়াবে ওয়ান সিকিউরিটিজ

ওয়ান ব্যাংকের পরিচালনা পর্ষদ সহযোগী প্রতিষ্ঠান ওয়ান সিকিউরিটিজ লিমিটেডের পরিশোধিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ওয়ান ব্যাংক সহযোগী প্রতিষ্ঠানের মূলধন ২০০ কোটি টাকা থেকে ২৫০ কোটি টাকা পর্যন্ত বাড়াবে। ওয়ান সিকিউরিটিজের ব্যবসা সম্প্রসারণের জন্য এই মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকটি।

জানা যায়, ওয়ান সিকিউরিটিজের ৯৯ ভাগ মালিকানা রয়েছে ওয়ান ব্যাংকের। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) অনুমোদন পেলেই মূলধন বাড়াবে এই প্রতিষ্ঠানটি।