English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৫:০৯

সিভিও পেট্রোকেমিক্যালের মুনাফা বাড়বে

অনলাইন ডেস্ক
সিভিও পেট্রোকেমিক্যালের মুনাফা বাড়বে

জ্বালানি তেলের মূল্য পুন:নির্ধারণে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি কোম্পানি মুনাফা বাড়বে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জ্বালানি-বিদ্যৎ ও খনিজ সম্পদ মন্ত্রাণলয় গত ২৪ মে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি সংক্রান্ত এক ধরনের প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ডিজেল ৫৫ টাকা ৯৪ পয়সা থেকে বেড়ে ৫৮ টাকা, কেরসিন ৫৫ টাকা ৯২ পয়সা থেকে বেড়ে ৫৯ টাকা, পেট্রোল ৫৬ টাকা ২৯ পয়সা থেকে বেড়ে ৬০ টাকা, অকটেন ৫৮ টাকা ২৭ পয়সা থেকে বেড়ে ৬৭ টাকা।

স্থানীয় রিফাইনারিগুলো থেকে বাড়তি দামে জ্বালানি তেল কিনবে সরকার। এ লক্ষ্যে সব ধরনের জ্বালানি তেলের মূল্য পুনঃনির্ধারণ করা হয়েছে। যেসব রিফাইনারি স্থানীয় ও আমদানি করা কনডেনসেট (প্রাকৃতিক গ্যাসের উপজাত) পরিশোধন করে তেল উৎপাদন করে থাকে, নতুন মূল্য তালিকা তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে।