English Version
আপডেট : ২৯ মে, ২০১৬ ১৫:০৪

তসরিফার এজিএম স্থগিত

অনলাইন ডেস্ক
তসরিফার এজিএম স্থগিত

তসরিফা ইন্ডাস্ট্রিজের পরিচালনা পর্ষদ ১৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। তবে পূর্বঘোষিত রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

এর আগে কোম্পানিটি আগামী ১০ আগস্ট এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে।  কোম্পানির ঘোষিত ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অপরিবর্তিত থাকবে। আর কোম্পানির আসন্ন এজিএমে বিনিয়োগকারীদের সম্মতির পর ক্যাশ ডিভিডেন্ড টাকা বিতরণ করা হবে।