English Version
আপডেট : ২৮ মে, ২০১৬ ১৪:২২

পদ্মা লাইফ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

অনলাইন ডেস্ক
পদ্মা লাইফ ফান্ডের প্রসপেক্টাস অনুমোদন

বে-মেয়াদি ইউএফএস পদ্মা লাইফ ইসলামিক ইউনিট ফান্ডের খসড়া প্রসপেক্টাস অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বৃহস্পতিবার (২৬ মে) বিএসইসির ৫৭৪তম সভায় এই অনুমোদন দেওয়া হয়।

মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক লক্ষ্যমাত্রা হচ্ছে ৫০ কোটি টাকা। এর মধ্যে উদ্যোক্তার অংশ ৫ কোটি টাকা। আর বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে ৪৫ কোটি টাকা। যা ইউনিট বিক্রয়ের মাধ্যমে উত্তোলন করা হবে।

ফান্ডটির প্রতি ইউনিটের অভিহিত মূল্য হবে ১০ টাকা। এটির উদ্যোক্তা ও সম্পদ ব্যবস্থাপক ইউনিভার্সাল ফাইন্যান্সিয়াল সলিউশনস লিমিটেড। ট্রাস্টি ও কাস্টডিয়ান হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।