English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৫:৫৮

শত কোটি টাকা এফডিআর সহজ ব্যাপার নয়

এমএজামান
শত কোটি টাকা এফডিআর সহজ ব্যাপার নয়

শত কোটি টাকার ওপরে এফডিআর থাকা সহজ ব্যাপার নয় বলে জানিয়েছেন রূপালী লাইফ ইন্স্যুরেন্সের চেয়ারম্যান মোস্তফা গোলাম কুদ্দুস।

বৃহস্পতিবার (২৬ মে) রাজধানীর মালিবাগের এক কনভেনশন সেন্টারে কোম্পানিটির ২৮তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) চেয়ারম্যান এ কথা বলেন। এসময়ে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন বিশ্লেষণ করে বিনিয়োগকারীদের জন্য ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা দেন। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। এবং বিনিয়োগকারীরাও ঘোষিত এ ডিভিডেন্ড সবসম্মতিক্রমে অনুমোদন করেন।

এসময়ে কোম্পানির সবশেষ আর্থিক পতিবেদন, পরিচালক, নিরিক্ষক, পারিশ্রমিকসহ অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীরা অনুমোদন করেন। আলোচিত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৯২ টাকা। আর শেয়ার প্রতি সম্পদমূল্য হয়েছে ২৩.০১ টাকা।সভায় রূপালী ইন্সুরেন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক পি কে রায়সহ অন্যান্য পরিচালকরা উপস্থিত ছিলেন।

গোলাম কুদ্দুস বলেন, ৬০ কোটি ২০ লাখ টাকা পেইড আপ ক্যাপিটালের কোম্পানিটিতে ১০০ কোটি টাকার ওপরে এফডিআর থাকা সহজ ব্যাপার নয়। তাছাড়া একটি কোম্পানির যেসব সূচক দেখে বিনিয়োগকারীরা বিনিয়োগ করে তার প্রায় প্রতিটি ইন্ডিকেটরই অত্যন্ত শক্তিশালী। পাশাপাশি বলেন, বিনিয়োগকারীদের আমরা সবর্দা উত্তম ডিভিডেন্ড দিয়ে থাকি। কারন বিনিয়োগকারীদের মুনাফা তাদের  দিব। এতে আমার কোন অসুবিধা হবার কখা নয়। তবে সামনে আরও ভাল ডিভিডেন্ড দিতে পারব বলে আসাবাদ ব্যক্ত করেন তিনি।

এদিকে, রূপালী লাইফ ইন্স্যুরেন্সের প্রিমিয়াম আয় ও পরিশোধিত মূলধন বেড়েছে। আলোচিত হিসাব বছরে কোম্পানিটি প্রিমিয়ামে আয় করেছে ৪৯ কোটি ৮৪ লাখ টাকা। গত বছর যার পরিমাণ ছিল ৪৪ কোটি ১৩ লাখ টাকা।

পাশাপাশি একই সময়ে কোম্পানিটির পরিশোধিত মুলধন (পেইড আপ ক্যাপিটাল) বেড়ে হয়েছে ৬০ কোটি ২০ লাখ টাকা। গত বছর যার পরিমাণ ছিল ৫৭ কোটি ৩৩ লাখ টাকা। এছাড়া এ বছর কোম্পানির স্থায়ী আমানত বা এফডিআরের পরিমাণ ১০০ কোটি টাকা ছাড়িয়ে গেছে।