English Version
আপডেট : ২৬ মে, ২০১৬ ১৫:৩৮

পরিশ্রম কারণেই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে

এমএজামান
পরিশ্রম কারণেই প্রবৃদ্ধি অর্জন সম্ভব হয়েছে

আর্থিক খাতে মন্দা থাকলেও ফনিক্স ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টের প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হয়েছে। শুধু ম্যানেজমেন্টের কঠোর পরিশ্রম ও অাদর্শ পেশাদারিত্বের কারণেই এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এসএম এনতেখাব আলম।

বৃহস্পতিবার (২৬ মে) কোম্পানির ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) বিনিয়োগকারীদের উদ্দেশ্যে এমডি একথা জানান। ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এবং বিনিয়োগকারীরা ঘাষিত এ ডিভিডেন্ড অনুমোদন করেন। এসময়ে আর্থিক পতিবেদন, পরিচালক, নিরিক্ষকসহ অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীরা সবসম্মতিক্রমে অনুমোদন করেন।  সবশেষ বছেরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছিল ২.১৮ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২০.৭৬ টাকা।

এসএম এনতেখাব আলম বলেন, অর্থনীতিতে ব্যাংক ও আর্থিকখাতের ব্যবসায় নিম্নমুখী প্রবণতা দেখা যাচ্ছে। এতে পুঁজিবাজারে এই খাতের কোম্পানিগুলোর কাঙ্ক্ষিত লেনদেন হয়নি।

এসময় উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান দীন মোহাম্মদ, ভাইস চেয়ারম্যান মোহাম্মদ সোয়েব ও ইভানা ফাহমিদা মোহাম্মদ, পরিচালক মোবারক আলী, আব্দুর রহমান, স্বতন্ত্র পরিচালক এম বদিউজ্জামান, এম মনিরুজ্জামান খন্দকার, কোম্পানি সচিব মোহাম্মদ সাইদুজ্জামান প্রমুখ।