English Version
আপডেট : ২৫ মে, ২০১৬ ১৮:৫২

ফালুর বিরেুদ্ধে শেয়ারবাজার থেকে অর্থ আত্মসাত অভিযোগ

অনলাইন ডেস্ক
ফালুর বিরেুদ্ধে শেয়ারবাজার থেকে অর্থ আত্মসাত অভিযোগ

এনটিভির ব্যবস্থাপনা পরিচালক মো. মোসাদ্দেক আলী ফালু অবৈধ সম্পদের অভিযোগ অনুসন্ধার করবে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একই সঙ্গে শেয়ারবাজার থেকে শত শত কোটি টাকা আত্মসাতের অভিযোগও অনুসন্ধান করবে সংস্থাটি।

বুধবার (২৫ মে) রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে এ সিদ্ধান্ত নেয় কমিশন। দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলমকে এর অনুসন্ধান কর্মকর্তা হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য এসব তথ্য জানান।

অভিযোগ সূত্রে, মোসাদ্দেক আলী ফালু কোটি কোটি টাকার রাজস্ব ফাঁকি দিয়েছেন। অপরদিকে, বিভিন্ন দুর্নীতি ও সিন্ডিকেট কারসাজির মাধ্যমে শেয়ারবাজার থেকে শত শত কোটি আত্মসাত করেছেন।    দুদক সূত্র জানা যায়, গত ১৭ মে আসা এ অভিযোগ আমলে নিয়ে যাচাই-বাছাই করে দুদক। যাচাই-বাছাই শেষে অভিযোগটি যথাযথ বলে মনে হওয়ায় অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়া হয়। একই সঙ্গে অনুসন্ধান কাজটি তদারকি করার জন্য দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনকে দায়িত্ব দেয়া হয়।