English Version
আপডেট : ২৪ মে, ২০১৬ ২১:২৩

মূল্য সমন্বয়ে পরও দর বেড়েছে রেনাটার

অনলাইন ডেস্ক
মূল্য সমন্বয়ে পরও দর বেড়েছে রেনাটার

স্টক ডিভিডেন্ড পরবর্তী মূল্য সমন্বয়ে দর বেড়েছে রেনাটার শেয়ারের। মঙ্গলবার শেয়ারটির দর আগের দিনের চেয়ে প্রায় ২ শতাংশ বেড়েছে।

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এদিন রেনাটার শেয়ারটির দর ১৩৭ টাকা কমেছে। তবে স্টক ডিভিডেন্ড পরবর্তী মূল্য সমন্বয় হিসেব করলে কোম্পানির শেয়ার দরের উল্টো চিত্র পাওয়া যায়।

ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা সর্বশেষ হিসাববছরের জন্য ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করে, যার মধ্যে ১৫ শতাংশ স্টক। আজ ছিল কোম্পানির রেকর্ড তারিখ পরবর্তী লেনদেন। রেকর্ড তারিখের আগে এই শেয়ারের ক্লোজিং মূল্য ছিল ১২৪৫ টাকা। ১৫% বোনাস ডিভিডেন্ডের কারণে সমন্বয় পরবর্তী মূল্য দাঁড়ায় ১০৮৩ টাকা। এর বিপরীতে মঙ্গলবার ডিএসইতে শেয়ারটির ক্লোজিং মূল্য ছিল ১১০৭ টাকা।  এ হিসেবে শেয়ারটির দাম ২৪ টাকা বেড়েছে।