English Version
আপডেট : ২২ মে, ২০১৬ ১৯:০৩

বাটা সুর এজিএম স্থগিত

অনলাইন ডেস্ক
বাটা সুর এজিএম স্থগিত

বাটা সু কোম্পানির পরিচালনা পর্ষদ ৪৪তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। তবে ঘোষিত রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

অর্থবিল ২০১৫ ও বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানিটির এজিএম স্থগিত করা হয়েছে।

এর আগে কোম্পানিটি আগামী ২৩ জুন এজিএম করার ঘোষণা দিয়েছিল। নির্দেশনা অনুযায়ী কোম্পানির হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিটি এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। তবে কোম্পানির প্রস্তাবিত ১০৫ শতাংশ ডিভিডেন্ড অপরিবর্তিত থাকবে।

চূড়ান্ত ক্যাশ ডিভিডেন্ড কোম্পানির দ্বিতীয় অর্ন্তবর্তীকালীন ডিভিডেন্ড হিসাবে বিবেচিত হবে। আর এই ডিভিডেন্ডের ১৪ কোটি ৩৬ লাখ ৪০ হাজার টাকা আগামী ৩০ জুনের আগেই বণ্টন করা হবে।