English Version
আপডেট : ২১ মে, ২০১৬ ১৭:২৫

ইয়াকিন পলিমারের আইপিও অনুমোদন

অনলাইন ডেস্ক
ইয়াকিন পলিমারের আইপিও অনুমোদন

ইয়াকিন পলিমার প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) অনুমোদন দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসির ৫৭৩তম কমিশন সভায় বৃহস্পতিবার (১৯ মে) এ কোম্পানির আইপিও অনুমোদন দেওয়া হয়। এক প্রেস‌ বিজ্ঞপ্তি‌তে এ তথ্য জানা‌নো হ‌য়ে‌ছে।

ইয়াকিন পলিমার পুঁজিবাজারে ২ কোটি শেয়ার ছেড়ে ২০ কোটি টাকা সংগ্রহ করবে। কোম্পানিটির অভিহিত মূল্য ১০ টাকা।

কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে ইম্পেরিয়াল ক্যাপিটাল লিমিটেড এবং ফাস ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড।

৩০ জুন, ২০১৫ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ১.৪১ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১৪.৬১ টাকা। ২০ কো‌টি টাকা দিয়ে মেশিনারিজ ক্রয়, কারখানা ও প্রশাসনিক ভবন নির্মাণ এবং আনুষঙ্গিক খাতে ব্যয় করবে কোম্পানিটি।