সেবা বাড়াতে অর্ধশত বুথ খুলবে স্ট্যান্ডার্ড ব্যাংক

গ্রাহকদের কাছে পৌঁছাতে ও সেবার মান বাড়াতে বিশেষ পরিকল্পনা হাতে নিয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক। এরই লক্ষে এবছরই নতুন ৫০টি বুথ খোলার সিদ্ধান্ত নিয়েছি বলে জানান প্রতিষ্ঠানটির চেয়ারম্যান কাজী আকরাম উদ্দিন আহমদ ।
বৃহস্পতিবার (১৯ মে) ব্যাংকের ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) কাজী আকরাম এ তথ্য জানান। এই সভায় ২০১৫ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য বিনিয়োগকারীরা ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড অনুমোদন দিয়েছে। পাশাপাশি ২০১৫ সালের সমাপ্ত হিসাব আর্থিক পতিবেদন, নিরিক্ষক, পরিচাককসহ অন্যান্য এজেন্ডা বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হয়। এসময়ে সভায় কোম্পানির অন্যান্য পরিচালক, উর্ধ্বতন কর্মকর্তা ও বিনিয়োগকারীরা উপস্থিত ছিলেন।
চেয়ারম্যান বলেন, উন্নত গ্রাহক সেবা ও শক্তিশালী কর্পোরেট সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে গত ১৭ বছর ধরে পরিচালিত হয়ে আসছে স্ট্যান্ডার্ড ব্যাংক। বর্তমানে সারাদেশে ব্যাংকের ৪৯টি এটিএম বুথ চালু আছে।
চেয়ারম্যান আরও বলেন, পুঁজিবাজারকে শক্তিশালি ও গতিশীল করতে ইতোমধ্যে ব্যাংকটি নানা ক্ষেত্রে বিনিয়োগ করছে। এর মধ্যে এসবিএল ক্যাপিটাল ম্যানেজমেন্টের মাধ্যমে ১৫০ কোটি টাকা ও ক্ষুদ্র বিনিয়োগকারীদের অর্থ সরবারাহ বাড়াতে স্ট্যান্ডার্ড ব্যাংক সিকিউরিটিজের মাধ্যমে ৮০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।
এসময়ে ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক মো. নাজমুস সালেহীন বলেন, ব্যবসা-বাণিজ্যে গতিশীলতা আনতে গত বছরে দেশের ক্ষুদ্র- মাঝারি ও কৃষিভিত্তিক শিল্প খাতে ব্যাংকের বিনিয়োগ বাড়ানো হয়েছে। এ লক্ষে ২০১৫ সালে ঋণ বিতরণ করা হয়েছে ৪৪৯ কোটি টাকা। যা অাগের বছরে ছিল ৪২২ কোটি টাকা।
ব্যবস্থাপনা পরিচালক আরও বলেন, দেশের ব্যাংকিং খাতের সামগ্রিক ঋণ খেলাপির (নন পারফরমিং লোন) পরিমাণ যেখানে ৮.৭৯ শতাংশ। সেখানে স্ট্যান্ডার্ড ব্যাংকের ঋণ খেলাপি মাত্র ৩.২৩ শতাংশ। যেটি ব্যাংকের জন্য একটি বড় অর্জন বলে জানান তিনি।
জানা যায়, ২০১৫ সালে সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় ২.৪৩ টাকা। আগে বছরে (২০১৪) ছিল ১.৮৫ টাকা। ২০১৫ সালে কোম্পানিটি মুনাফা করেছে ১৫৯ কোটি ৬৪ লাখ টাকা।