English Version
আপডেট : ১৮ মে, ২০১৬ ১৬:০১

দেশের বাজারে “লীফোন” এনেছে ড্যাফোডিল

অনলাইন ডেস্ক
দেশের বাজারে “লীফোন” এনেছে ড্যাফোডিল

ড্যাফোডিল কম্পিউটার্স আন্তর্জাতিক মোবাইল ব্রান্ডের “লীফোন” নিয়ে আসছে বাংলাদেশের বাজারে। কোম্পানিটি ৪টি মডেলের হ্যান্ডসেট চালু করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার ১৭ মে কোম্পানিটি এই “লীফোন” চালু করেছে।

ধারনা করা হচ্ছে, কোম্পানিটি বছরে ২ লাখ ২২ হাজার ৫০০টি হ্যান্ডসেট বিক্রি করবে। যার আর্থিক মূল্য হবে ৪৩ কোটি ৭৫ লাখ ২৪ হাজার টাকা।