English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৫:২১

সার্কিট ব্রেকারে দুই কোম্পানি

অনলাইন ডেস্ক
সার্কিট ব্রেকারে দুই কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার (১৭ মে) লেনদেন শুরু প্রথম ‌আড়াই ঘণ্টার মধ্যে বিক্রেতা উধাও হয়ে যায় ২ কোম্পানির। এতে কোম্পানি দুইটির শেয়ার সার্কিট ব্রেকারে (হল্টেড) চলে আসে। এ কোম্পানি দুটি হচ্ছে- লাফার্জ সুরমা সিমেন্ট ও মডার্ণ ডাইং।

ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বেলা ১টা পর্যন্ত লাফার্জের স্ক্রিনে সর্বশেষ  ৭ লাখ ৬২ হাজার শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। সার্কিট ব্রেকারে আগে সর্বশেষ লেনদেনটি হয় ৬৩ টাকা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৫৭.৬০ টাকা।

অন্যদিকে মডার্ণ ডাইংয়ের স্ক্রিনে সর্বশেষ ৪ হাজার ২৮০টি শেয়ার কেনার প্রস্তাব দেখাচ্ছিল। কিন্তু বিক্রেতার ঘরে কোনো শেয়ার বিক্রির প্রস্তাব ছিল না। সার্কিট ব্রেকারে আগে সর্বশেষ লেনদেনটি হয় ১০১ টাকা দরে। গতকাল এই শেয়ারের সমাপনী দর ছিল ৯২.৩০ টাকা।