English Version
আপডেট : ১৭ মে, ২০১৬ ১৪:৫৫

২ কোম্পানির এজিএম স্থগিত

অনলাইন ডেস্ক
২ কোম্পানির এজিএম স্থগিত

রিজেন্ট টেক্সটাইল ও ইবনে সিনার কোম্পানির পরিচালনা পর্ষদ বার্ষিক সাধারণ সভা (এজিএম) স্থগিত করেছে। তবে  রেকর্ড ডেট অপরিবর্তিত থাকবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা পরিপালনের লক্ষ্যে কোম্পানি দুইটির এজিএম স্থগিত করা হয়েছে। এর আগে রিজেন্ট টেক্সটাইল আগামী ৬ জুলাই এজিএম করার ঘোষণা দিয়েছিল। আর ইবনে সিনা ৪ জুন এজিএম করার ঘোষণা দিয়েছিল।

নির্দেশনা অনুযায়ী কোম্পানিগুলোর হিসাব বছর জুনে শেষ হবে। এরপরে কোম্পানিগুলো এজিএমের নতুন তারিখ ঘোষণা করবে। তবে কোম্পানিগুলোর প্রস্তাবিত ডিভিডেন্ড অপরিবর্তি থাকবে।

এদিকে, গত ২৭ এপ্রিল বিএসইসির ৫৭০তম সভায় ব্যাংক-বিমা- আর্থিক প্রতিষ্ঠান বাদে সকল পুঁজিবাজার তালিকাভুক্ত কোম্পানিগুলোকে একই অর্থবছর অনুসরন করার নির্দেশনা দেওয়া হয়। অর্থাৎ জুলাই থেকে জুন আর্থিক বছর অনুসরণ করতে হবে, যা আগামী ১লা জুলাই ২০১৬ তারিখ থেকে কার্যকর হবে।