English Version
আপডেট : ১৫ মে, ২০১৬ ১৫:৪৩

আগামিতে বেশি ডিভিডেন্ড দেবে জিএসপি

এমএজামান
আগামিতে বেশি ডিভিডেন্ড দেবে জিএসপি

গতবারেরর তুলনায় এবার বিনিয়োগকারীদের কম ডিভিডেন্ড দিয়েছে জিএসপি ফাইন্যান্স কোম্পানি (বাংলাদেশ) । তবে বর্তমানে দেশে ব্যবসা-বাণিজ্যের ভালো পরিবেশ বিরাজ করছে। সুতরাং আগামিতে বিনিয়োগকারীদের আরও বেশি  ডিভিডেন্ড দেওয়ার চিন্তাভাবনা আছে বলে জানান চেয়ারম্যান ফিরোজ ইউ. হায়দার।

রোববার (১৫ মে) রাজধানীর সেনানিবাসে ট্রাস্ট মিলোনায়তনে কোম্পানিটির ২১তম বার্ষিক সাধারণ সভায় তিনি এ তথ্য জানান।

চেয়ারম্যান বলেন, জিএসপি ফাইন্যান্স কোম্পানির প্রধান কার্যলয়ের জমিতেই বহুতল বাণিজ্যিক ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।  এ বিষয়ে কোম্পানির পক্ষ থেকে বাংলাদেশ ব্যাংকে একটি চিঠি দেওয়া হয়েছিল। এবং ডেভেলপার কোম্পানির মাধ্যমে ভবন তৈরি করা যায় কি না- তা জানতে চেয়েছিলাম বাংলাদেশ ব্যাংকে এ চিঠি দিয়েছিলাম। কিন্তু তাতে সম্মতি দেয়নি কেন্দ্রীয় ব্যাংক। ফলে নিজস্ব অর্থায়নে ভবন তৈরির পরিকল্পনা নেওয়া হয়েছে।

আজকের সভায় ২০১৫ সালের সমাপ্ত হিসাব বছরের জন্য কোম্পানির পরিচালনা পর্ষদ ঘোষিত ১৫.৫০ শতাংশ ডিভিডেন্ড অনুমোদন করে বিনিয়োগকারীরা। এছাড়া আলোচিত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮০ টাকা। শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬.৪৯ টাকা।

এবছর জিএসপির করপরবর্তী মুনাফা হয়েছে ১৮ কোটি ৮৫ লাখ ৬১ হাজার ৮৬০ টাকা।

সভায় কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. নজরুল হুসাইন, কোম্পানি সচিব মো. মিজানুর রহমান, পরিচালক ও শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।