English Version
আপডেট : ১৪ মে, ২০১৬ ১৭:২৩
বিদায়ী সপ্তাহে

ডিএসইর গড় লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক
ডিএসইর গড় লেনদেন কমেছে

পুঁজিবাজার বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দৈনিক গড় লেনদেন কমেছে ৪৫ কোটি ৪৫ লাখ টাকা। গত সপ্তাহে দৈনিক লেনদেন হয়েছে ৩৯১ কোটি ৩ লাখ টাকা। যা আগের সপ্তাহে ছিল ৪৩৬ কোটি ৪৮ লাখ টাকা।

গত সপ্তাহের ৫ কার্যদিবস ডিএসইতে আর্থিক লেনদেন হয়েছে ১ হাজার ৯৫৫ কোটি ১৬ লাখ টাকার। যা এর আগের সপ্তাহের ৪ কার্যদিবস হয়েছিল ১ হাজার ৭৪৫ কোটি ৯২ লাখ টাকা। গত সপ্তাহে মোট লেনদেনের ৯৪.১৯ শতাংশ ‘এ’ ক্যাটাগরিভুক্ত, ০.৯১ শতাংশ ‘বি’ ক্যাটাগরিভুক্ত, ৩.৮৮ শতাংশ ‘এন’ ক্যাটাগরিভুক্ত এবং ১.০২ শতাংশ ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোর শেয়ারে লেনদেন হয়েছে।

এদিকে গতসপ্তাহে ডিএসই’র মূল্যসূচক কমেছে ৮.১৫ পয়েন্ট। সপ্তাহের শুরুতে ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ছিল ৪৩০৬.৮০ পয়েন্ট। সপ্তাহ শেষে তা নেমে গেছে ৪২৯৮.৬৫ পয়েন্টে। এ ছাড়া গত সপ্তাহে ডিএস-৩০ সূচক ১.৯৬ পয়েন্ট বেড়েছে ও ডিএসই শরিয়াহ সূচক ১.০৪ পয়েন্ট কমেছে।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ৩২৭টি’র কোম্পানির মধ্যে ১৪৭টির দর বেড়েছে, কমেছে ১৫১টির ও অপরিবর্তিত ছিল ২৯টির দর। বিদায়ী সপ্তাহে লেনদেনে অপরিবর্তিত রয়েছে ডিএসই’র মূল্য-আয় (পিই) অনুপাত।  এসময়ে বাজার মূলধন বেড়েছে ০.০২ শতাংশ।

সপ্তাহজুড়ে লেনদেন হওয়া ইস্যুগুলোর মধ্যে লেনদেনের শীর্ষে রয়েছে ইউনাইটেড পাওয়ার অ্যান্ড জেনারেশনের শেয়ার। লেনদেনে এরপর রয়েছে যথাক্রমে- এমজেএল বাংলাদেশ,  বিএসআরএম, বিএসআরএম স্টিল, লিন্ডে বাংলাদেশ, শাহজিবাজার পাওয়ার, স্কয়ার ফার্মা, লংকাবাংলা ফাইন্যান্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ডরিন পাওয়ার।