English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৭:২৯

শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে

অনলাইন ডেস্ক
 শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে

উভয় শেয়ারবাজারে মূল্যসূচক কমেছে আজ বৃহস্পতিবার। পাশাপাশি কমেছে লেনদেনও। এসময়ে ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৯.৮০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৪২৯৮.৬৫ পয়েন্ট। বুধবার এ সূচক কমেছিল ১১.৮৭ পয়েন্ট। এদিন লেনদেন হওয়া ৩০৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৫৭টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর।

ডিএসইতে ৩১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট লেনদেন হয়েছে, যা বুধবার হয়েছিল ৩২২ কোটি ২ লাখ টাকা। অর্থাৎ লেনদেনের পরিমাণ কমেছে ১০ কোটি ৭৩ লাখ টাকা।

ডিএসইতে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে লিন্ডে বাংলাদেশের শেয়ার। এ কোম্পানির ২১ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের দ্বিতীয় স্থানে থাকা ইউনাইটেড পাওয়ারের ১২ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেনে তৃতীয় স্থানে রয়েছে বিএসআরএম লিমিটেড। লেনদেনে এরপর রয়েছে— এমজেএলবিডি, বিএসআরএম স্টিল, বিএসসি, ডরিন পাওয়ার, ফারইষ্ট নিটিং, অলিম্পক ইন্ডাস্ট্রিজ, শাহজিবাজার পাওয়ার।

অপর শেয়ারবাজার সিএসইতে বৃহস্পতিবারের লেনদেনে সিএসসিএক্স মূল্যসূচক ৩১.৪৩ পয়েন্ট কমে ৮০৩৯.৮৬ পয়েন্টে দাঁড়িয়েছে। আগের দিন এ সূচক কমেছিল ১৭ পয়েন্ট।

সিএসইতে লেনদেন হয়েছে ১৬ কোটি ৭৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট। যার পরিমাণ আগের দিন ছিল ১৮ কোটি ২৮ লাখ টাকা। লেনদেন হওয়া ২৩৯টি ইস্যুর মধ্যে দর বেড়েছে ৮২টির, কমেছে ১১৯টির ও অপরিবর্তিত রয়েছে ৩৮টির।