English Version
আপডেট : ১২ মে, ২০১৬ ১৭:০৬

মার্কেন্টাইল ব্যাংকের ঋণ খেলাপি কম

অনলাইন ডেস্ক
মার্কেন্টাইল ব্যাংকের ঋণ খেলাপি কম

ব্যাংকিং খাতের সামগ্রিক তুলনায় মার্কেন্টাইল ব্যাংকের ঋণ খেলাপি (নন পারফরমিং লোন) অনেক কম। যা মাত্র ৪.৯৫ শতাংশ। এটিও মার্কেন্টাইল ব্যাংকের জন্য একটি মাইলফলক বলে জানান প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মশিউর রহমান।

বৃহস্পতিবার (১২ মে) কোম্পানির ১৭তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) এসব তথ্য জানান তিনি। সভায় কোম্পানিটি ২০১৫ সালের সমাপ্ত বছরের হিসাবে শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেওয়া হয়। এ এজিএম সভায় কোম্পানির অবসর গ্রহণকারী ৩ পরিচালককে পুনঃনিয়োগ দেওয়া হয়েছে। এরা হলেন- মো. সেলিম, মো. আব্দুল হান্নান ও মো. মোরশেদ আলম। এছাড়াও কোম্পানির আর্থিক পতিবেদনসহ অন্যান্য এজেন্ডা অনুমোদন করেন বিনিয়োগকারীরা।

সবশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে (ইপিএস) ১.৮৮ টাকা। শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) ২০.৯৯ টাকা।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্তবছরের ব্যাংকের গ্রাহক আমানতের পরিমাণ ১৫ হাজার ৪৮৭ কোটি টাকা। যা গত বছরে পরিমাণ ছিল ১৪ হাজার ৪৮ কোটি টাকা। এ হিসেবে আমানতের প্রবৃদ্ধি হয়েছে ১০ শতাংশেরও বেশি।

একই সময়ে কোম্পানির মোট ঋণ ও অগ্রিমের পরিমাণ ১১ হাজার ৭০৬ কোটি টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ১২ হাজার ৬৩৪ কোটি টাকায়। যার প্রবৃদ্ধির পরিমাণ প্রায় ৮ শতাংশ। একইভাবে ২০১৫ সালে ব্যাংকটির মাধ্যমে রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে ২০ শতাংশ এবং আমদানি প্রবৃদ্ধি হয়েছে ১২ শতাংশের মত বলে জানান জানান ব্যবস্থাপনা পরিচালক।