English Version
আপডেট : ১০ মে, ২০১৬ ১৬:২৬

উভয় পুঁজিবাজার লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক
উভয় পুঁজিবাজার লেনদেন কমেছে

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেন হয়েছে ৪৩০ কোটি ৭০ লাখ টাকা। যা আগের দিনের তুলনা ৬৩ কোটি ২৬ লাখ টাকা কম। অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন কমেছে আগের দিনের তুলনায় ১০ কোটি ৫৮ লাখ টাকা।

এদিকে দুই বাজারেই আজ সূচক কিছুটা বড়েছে। দিনের লেনদেন শেষে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় দশমিক ৯২ শতাংশ বেড়ে ৪ হাজার ৩৩০ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসই৩০ মূল্য সূচক ১ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৮১ পয়েন্টে এবং ডিএসই শরীয়াহ্ সূচক ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ৬৬ পয়েন্টে অবস্থান করছে।

ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১৩৯টির, কমেছে ১৩১টি এবং অপরিবর্তীত আছে ৫১টি। লেনদেনের ভিত্তিতে (টাকায়) ডিএসইতে শীর্ষ দশ কোম্পানির তালিকায় রয়েছে- এমজেএল, ইউনাইটেড পাওয়ার গ্রীড, লিন্ডে বিডি, বিএসআরএম স্টিল, বিএসআরএম, লঙ্কাবাংলা ফাইন্যান্স, এসপিসিএল, অলেম্পিক, ইউনিক হোটেল ও ইমারেল্ড অয়েল।

অপর শেয়ারবাজার সিএসইতে সিএসসিএক্স মূল্য সূচক ২ পয়েন্ট বেড়ে ৮ হাজার ৯১ পয়েন্টে অবস্থান করছে। লেনদেন হয়েছে ২৯ কোটি ৪০ লাখ টাকার শেয়ার ও ইউনিট। লেনদেন হওয়া ২৩৯টি ইস্যুর মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ৯৭টি ও অপরিবর্তিত রয়েছে ৪০টি।