English Version
আপডেট : ৯ মে, ২০১৬ ১৭:১৮

সম্মিলিত প্রচেষ্টায় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে

অনলাইন ডেস্ক
সম্মিলিত প্রচেষ্টায় বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থাসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত প্রচেষ্টায় কাজ করে এই বাজার প্রতি বিনিয়োগকারীদের আস্থা বাড়াতে হবে।

সোমবার (৯ মে) বেসরকারি মেঘনা ব্যাংকের ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় ব্যাংকটির ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূরল আমিন এসব কথা বলেন।

ব্যবস্থাপনা পরিচালক বলেন, দেশের পুঁজিবাজারের উন্নয়ন করতে হলে তালিকাভুক্ত কোম্পানি, মার্চেন্ট ব্যাংক, ব্রোকার হাউজ, অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সুশাসন নিশ্চিত করতে হবে। একইসঙ্গে সংশ্লিষ্ট সবাইকে  সম্মিলিতভাবে কাজ করতে হবে। তা না হলে পুঁজিবাজারে বিনিয়োগকারীদের আস্থা ফিরে আসবে না।

এমডি আরও বলেন, পুঁজিবাজারে বর্তমানে মন্দা অবস্থা বিরাজ করছে। এ কারণে নতুন প্রজন্মের ব্যাংকগুলো বাজারে আসতে সাহস পাচ্ছে না। পুঁজিবাজারের সুশাসন নিশ্চিত করা গেলে এটি মানুষের বিনিয়োগের বিকল্প হতে পারবে।

বর্তমানে দেশের সাগ্রিক মানি মার্কেটের প্রায় ৭৫ শতাংশ নিয়ন্ত্রণ করছে বেসরকারি মালিকানাধীন ব্যাংকগুলো। যেটি দেশের অর্থনীতির শক্ত অবস্থানকে নির্দেশ করে। কিন্তু দুঃখের বিষয়, দেশের প্রবৃদ্ধি হচ্ছে ঠিক, তবে ব্যক্তি মানুষসহ দেশের সামগ্রীক অবস্থার উন্নতি হচ্ছে না।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক প্রতিক করিম, সিনিয়র এক্সিকিউটিভি ভাইস প্রেসিডেন্ট এ এফ সাব্বির আহমেদ, মোহাম্মদ ইমদাদুল ইসলাম প্রমুখ।