English Version
আপডেট : ৭ মে, ২০১৬ ১৭:৫৭

১৪ কোম্পানি ব্লক মার্কেটে লেনদেন

অনলাইন ডেস্ক
১৪ কোম্পানি ব্লক মার্কেটে লেনদেন

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৪ কোম্পানির ব্লক মার্কেটে শেয়ার লেনদেন হয়েছে। এসময়ে কোম্পানিগুলোর মোট ৮ কোটি ৪১ লাখ ৭ হাজার ৬৫৭টি শেয়ার লেনদেন হয়। যার আর্থিক মূল্য ছিল ৩৯৬ কোটি ৩৭ লাখ টাকা।

সংশ্লিষ্ট সূত্রে এই তথ্য জানা গেছে।

কোম্পানিগুলো হচ্ছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো কোম্পানি, ব্রাক ব্যাংক, আরএন স্পিনিং, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, আইডিএলসি, অ্যাক্টিভ ফাইন, বার্জার পেইন্টস, সিটি ব্যাংক, ইস্টার্ণ ব্যাংক, হাইডেলবার্গ সিমেন্ট, ইসলামী ব্যাংক, গ্রামীণফোন, স্কয়ার ফার্মা ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ।

এর মধ্যে সবচেয়ে বেশি শেয়ার লেনদেন হয়েছে ইসলামী ব্যাংকের। গত সপ্তাহে এই ব্যাংক ৭ কোটি ৮৩ লাখ ৩৩ হাজার ১৭৯টি শেয়ার লেনদেন করে ব্লক মার্কেটে। যার আর্থিক মূল্য ছিল ১৭৫ কোটি ৭৩ লাখ টাকা। দ্বিতীয় অবস্থানে থাকা গ্রামীণফোন ১৪ লাখ ১১ হাজার ৫৪০টি শেয়ার লেনদেন করেছে। যার আর্থিক মূল্য ছিল ৩৪ কোটি ৮১ লাখ টাকা।

এছাড়া ইস্টার্ণ ব্যাংক ২ কোটি ৮ লাখ টাকার, আইডিএলসি ৩ কোটি  ৯৯ লাখ টাকার, স্কয়ার ফার্মা ১৫ কোটি ৫৬  লাখ টাকার, বিএটিবিসি ১৩৮ কোটি ৪৮ লাখ টাকার, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ১৫ কোটি ২৩ লাখ টাকার, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৫৬ লাখ টাকার, হাইডেলবার্গ সিমেন্ট ৩ কোটি ৯ লাখ টাকার, অ্যাক্টিভ ফাইন ১ কোটি ৩৮ লাখ টাকার, বার্জার পেইন্টস ১ কোটি ৬ লাখ টাকার, ব্রাক ব্যাংক ৮৯ লাখ টাকার, সিটি ব্যাংক ৪৫ লাখ টাকার ও আরএন স্পিনিং ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।