১৬ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিদায়ী সপ্তাহে ১৬ কোম্পানি ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
এ কোম্পানিগুলো হলো- ঢাকা ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স, স্যালভো কেমিক্যাল, রংপুর ফাউন্ডারি, কর্ণফুলী ইন্স্যুরেন্স, তসরিফা ইন্ডাস্ট্রিজ, অ্যারামিট সিমেন্ট, অ্যারামিট, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, কনফিডেন্স সিমেন্টে, জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইস, পুরবী জেনারেল ইন্স্যুরেন্স, সোনার বাংলা ইন্স্যুরেন্স, ইনটেক অনলাইন, রেনাটা লিমিটেড ও বিডি ইলেক্ট্রোডস।
জানা যায়, ঢাকা ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৪৩ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.৩৬ টাকা।
ইসলামী ইন্স্যুরেন্স বাংলাদেশ পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির ইপিএস ১.১৫ টাকা। আর এনএভিপিএস ১৩.৩৮ টাকা।
স্যালভো কেমিক্যাল পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির ইপিএস ৬২ পয়সা। আর এনএভিপিএস ১১.২৮ টাকা।
রংপুর ফাউন্ডারি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৩ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানির ইপিএস ৩.৫৯ টাকা। আর এনএভিপিএস ২১.৩৯ টাকা।
কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানির ইপিএস ৪৭ পয়সা। আর এনএভিপিএস ১৯.১১ টাকা।
প্যারামাউন্ট ইন্স্যুরেন্স পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানির ইপিএস ১.৪৮ টাকা। আর এনএভিপিএস ১৪.৩২ টাকা।
তসরিফা ইন্ডাস্ট্রিজ পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এ সময়ে কোম্পানির ইপিএস ২.৪৪ টাকা। আর এনএভিপিএস ৩২.৩৬ টাকা।
অ্যারামিট সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এসময়ে কোম্পানির ইপিএস ৪৯ পয়সা। আর এসএভিপিএস ১৪.৯৮ টাকা।
অ্যারামিট পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ৫০ শতাংশ অন্তর্বর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানির ইপিএস ১২.৩৩ টাকা। আর এনএভিপিএস ১৪৮.৮৭ টাকা।
কনফিডেন্স সিমেন্টের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৭.৫০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানির ইপিএস ৭.২৫ টাকা আর এনএভিপিএস ৬৮.৯৫ টাকা।
জেএমআই সিরিঞ্জ অ্যান্ড মেডিকেল ডিভাইসের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানিটির ইপিএস ৪.৮১ টাকা। একই সময়ে এনএভিপেএস ৬০.৬৪ টাকা।
পূরবী জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১২ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানিটির ইপিএস ১.৪০ টাকা। একই সময়ে এনএভিপিএস ১৩.২৪ টাকা।
সোনার বাংলা ইন্স্যুরেন্স শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। এসময়ে কোম্পানিটির ইপিএস ১.৬৭ টাকা। একই সময়ে এনএভিপিএস ১৫.৯১ টাকা।
ইনটেক অনলাইন শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। এসময়ে কোম্পানির ইপিএস ১.০৫ টাকা। আর এনএভিপিএস ১১.১৬ টাকা।
রেনাটা লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৮৫ শতাংশ ক্যাশ এবং ১৫ শতাংশ স্টক ডিভিডেন্ড। এসময়ে বছরে কোম্পানির ইপিএস ৩৭.৮৯ টাকা।
এছাড়া বিডি ইলেক্ট্রোডস সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য কোনো ডিভিডেন্ড ঘোষণা করেনি।