English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ২০:২৮

একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ে বিএসইসি কমিটি গঠন

অনলাইন ডেস্ক
একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ে বিএসইসি কমিটি গঠন

একীভূতকরণ ও অধিগ্রহণ বিষয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ৪ সদস্যের একটি কমিটি গঠন করেছে।

বুধবার (৪ এপ্রিল) বিএসইসির ৫৭১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

বিএসইসির নির্বাহী পরিচালক মো. মাহবুবুল আলমকে আহ্বায়ক করে এই কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে সদস্য হিসেবে বিএসইসির পরিচালক রিপন কুমার দেবনাথ, পরিচালক মো. আবুল কালাম ও সদস্য সচিব হিসেবে রয়েছেন উপ-পরিচালক কাউসার আলী।

কমিটি আগামী ৩০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করবে।