English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ২০:২৪

ভিশন ও এসআর ক্যাপিটালকে অর্থ জরিমানা

অনলাইন ডেস্ক
ভিশন ও এসআর ক্যাপিটালকে অর্থ জরিমানা

নানা অনিয়মের কারণে ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্টকে ২ লাখ ও এসআর ক্যাপিটালকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৪ এপ্রিল) বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৫৭১তম কমিশন সভায় এ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে।

ভিশন ক্যাপিটাল ম্যানেজমেন্ট দুইজন গ্রাহকের কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা সংগ্রহ করে। কিন্তু ওই টাকা অন্য গ্রাহকের হিসাবে জমার মাধ্যমে আত্মসাত করে।

যা সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ২০০০-এর বিধি ১১ এবং দ্বিতীয় তফসিলের আচরণবিধি ১ লঙ্ঘন।

যে কারণে প্রতিষ্ঠানটিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে গ্রাহকদের ৫ লাখ ৭০ হাজার টাকা ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এসআর ক্যাপিটাল শর্টসেলের মাধ্যমে চিটাগাং স্টক এক্সচেঞ্জ রেগুলেশন, ২০০৫-এর ৪(১) ও সিকিউরিটিজ ও এক্সচেঞ্জ কমিশন বিধিমালা, ২০০০-এর বিধি ১১ লঙ্ঘন, মার্জিন ঋণ সুবিধা প্রদানের মাধ্যমে এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/৫১ লঙ্ঘন, নন মার্জিনেবল ‘জেড’ ক্যাটাগরিতে মার্জিণ ঋণ দিয়ে কমিশনের এসইসি/সিএমআরআরসিডি/২০০১-৪৩/১৬৯সহ বিভিন্ন আইন লঙ্ঘন করেছে।

এসব আইন ভঙ্গ করায় এসআর ক্যাপিটালকে ১০ লাখ টাকা করা হয়েছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির পরিচালক মো. সিদ্দিকুর রহমানকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।