English Version
আপডেট : ৪ মে, ২০১৬ ১২:১২

মুনাফা বেড়ে আরএকে সিরামিকের

অনলাইন ডেস্ক
মুনাফা বেড়ে আরএকে সিরামিকের
আরএকে সিরামিক লোগো

পুঁজিবাজারের সিরামিক খাতের তালিকাভুক্ত কোম্পানি আরএকে সিরামিক চলতি বছরের প্রথম প্রান্তিকের অনীরিক্ষত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল মঙ্গলবার কোম্পানিটির বোর্ড সভায় এ আর্থিক প্রতিবেন অনুমোদন দেয় কোম্পানি কর্তৃপক্ষ।

প্রতিবেদন পর্যালোচনায় দেখা যায়, প্রথম প্রান্তিকে কোম্পানিটির মুনাফা আগের বছর একই সময়ের তুলনায় বেড়েছে। জানা যায়, জানুয়ারি-মার্চ’১৬ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ০.৭০ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.৬৯ টাকা। এদিকে, চলতি বছরে কোম্পানিটির নিট অপারেটিং ক্যাশ ফ্লো পার শেয়ার হয়েছে ০.৩৬ টাকা। যা আগের বছর একই সময় ছিল ০.০৮ (ঋণাত্মক) টাকা।

প্রতিবেদন পর্যালোচনায় আরো দেখা যায়, চলতি বছরের প্রথম প্রান্তিক শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদমূল্য হয়েছে ১৮.৬২ টাকা। যা আগের বছর একই সময় ছিল ১৮.২৭টাকা।