English Version
আপডেট : ২ মে, ২০১৬ ১৬:৫০

জরুরি বৈঠক বসবে বিএসইসি

অনলাইন ডেস্ক
জরুরি বৈঠক বসবে বিএসইসি

পুঁজিবাজারের দরপতন ও নানা সংকট থেকে উত্তরণে জরুরি বৈঠক বসবে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

সোমবার (২ মে) বিকেল ৫টায় বিএসইসির সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত শুরু কথা। বৈঠকে শীর্ষ ব্রোকার ও মার্চেন্ট ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সোমবার বিকাল পাঁচটায় বিএসইসির সম্মেলন কক্ষে এই বৈঠক অনুষ্ঠিত হবে। আর সভায় বাজারের কিছু শীর্ষ ব্রোকারেজ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীদের ডাকা হয়েছে। তাদের সাথে সামগ্রিক বাজার পরিস্থিতি থেকে উত্তরণের বিষয় নিয়ে আলোচনা হবে।