নয় কোম্পানির ডিভিডেন্ড ঘোষণা

৩১ ডিসেম্বর সমাপ্ত অর্থবছরে বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করেছে নয় কোম্পানি। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) কোম্পানিগুলো এ ডিভিডেন্ড ঘোষণা করে।
কোম্পানিগুলো হল: আজিজ পাইপস, সোনারগাঁও টেক্সটাইল, আরামিট সিমেন্ট, আরামিট লিমিটেড, ঢাকা ইন্স্যুরেন্স, জেনারেশন নেক্সট, বাটা সু, ইসলামী ইন্সুরেন্স এবং বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি)।
আজিজ পাইপস কোম্পানি ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.৮১ টাকা। যা আগের বছর লোকসানে ছিল ১.৩২ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৯ জুন সকাল ১০টায় আইডিবি ভবন, কাকরাইল, ঢাকায় অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২মে।
সোনারগাঁও টেক্সটাইল সমাপ্ত অর্থবছরে শেয়ারহোল্ডারদের জন্য নো ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১.০৯ টাকা। শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ৩০.৪৪ টাকা। এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ২.৬৭ টাকা। কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২৮ জুন দুপুর ১২টায় বরিশাল ক্লাব, বরিশালে অনুষ্ঠিত হবে। আর এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২মে।
জেনারেশন নেক্সট ফ্যাশনস ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৯১ টাকা, শেয়ার প্রতি প্রকৃত এনএভিপিএস হয়েছে ১৩.০৯ টাকা এবং শেয়ার প্রতি নগদ কার্যকর প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ০.০৩ টাকা। কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ২৫ জুন সকাল ১১টায় ফ্যাক্টরি প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট আগামী ২২ মে নির্ধারণ করা হয়েছে।
আরামিট সিমেন্ট ১০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ০.৪৯ টাকা। এনএভিপিএস হয়েছে ১৪.৯৮ টাকা। এবং এনওসিএফপিএস হয়েছে ৫.০২ টাকা (নেগেটিভ)। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।
আরামিট ৫০ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১২.৩৩ টাকা। এনএভিপিএস হয়েছে ১৪৮.৮৭ টাকা। এবং এনওসিএফপিএস হয়েছে ১০.৯৩ টাকা। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৬ মে।
বাটা সু সমাপ্ত অর্থবছরের ১০৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর আগে কোম্পানিটি ২১৫ শতাংশ অন্তবর্তীকালীন ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছিল। সবমিলিয়ে ২০১৫ অর্থবছরের জন্য বাটা সু ৩২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ৬০.৮০ টাকা। এনএভিপিএস হয়েছে ২১৬.৭৪ টাকা। এবং এনওসিএফপিএস হয়েছে ৪২.২৭ টাকা। কোম্পানির এজিএম আগামী ২৩ জুন সকাল সাড়ে ১০টায় কোম্পানির ফ্যাক্টরী প্রাঙ্গণ, টঙ্গী, ঢাকায় অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ২৪ মে।
ঢাকা ইন্স্যুরেন্স সাড়ে ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির ইপিএস হয়েছে ১.৪৩ টাকা। এনএভিপিএস ১৭.৩৬ টাকা। এ কোম্পানির এজিএম আগামী ২৯ জুন সকাল ১০ টায় ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট,ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট ২২ মে নির্ধারণ করা হয়েছে।
ইসলামী ইন্সুরেন্স ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ১.১৫ টাকা। এনএভিপিএস হয়েছে ১৩.৩৮ টাকা। কোম্পানির এজিএম অনুষ্ঠিত হবে আগামী ৪ জুন। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ২২ মে নির্ধারণ করা হয়েছে।
বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি (বিজিআইসি) সমাপ্ত হিসাব বছরের ১১ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। আলোচিত সময়ে কোম্পানির ইপিএস হয়েছে ১.১৩ টাকা। এনএভিপিএস হয়েছে ১৯.৬২ টাকা। এবং এনওসিএফপিএস পরিমান দাড়িয়েছে ১.৪১ টাকা। কোম্পানির এজিএম ২৬ জুন, সকাল সাড়ে ১১টায় লেডিস ক্লাব ঢাকায় অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে ২৪ মে।