English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৪:০৩

সিটি ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

অনলাইন ডেস্ক
সিটি ব্যাংকের ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা

সিটি ব্যাংকের ৩১ ডিসেম্বর ২০১৫ অর্থবছরের জন্য ২২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। ২৮ এপ্রিল বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪.০৯ টাকা। যা আগের বছর ২.৫৩ টাকা ছিল। এসময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৯.১৩ টাকা। এবং শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ১১.৯৭ টাকা।

কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ জুলাই সোমবার অনুষ্ঠিত হবে। সময় ও স্থান পরবর্তিতে বিনিয়োগকারীদের জানানো হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ১২ জুন।