English Version
আপডেট : ৩০ এপ্রিল, ২০১৬ ১৩:৪৮

তসরিফার ডিভিডেন্ড ঘোষণা

অনলাইন ডেস্ক
তসরিফার ডিভিডেন্ড ঘোষণা

তসরিফা ইন্ডাস্ট্রিজের ৩১ ডিসেম্বর ২০১৫ অর্থবছরের জন্য ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।  শুক্রবার (২৯ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

জানা যায়, সমাপ্ত অর্থবছরে এ কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৪৪ টাকা। এসময় কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৩২.৩৬ টাকা। শেয়ার প্রতি কার্যকরী নগদ প্রবাহের পরিমাণ হয়েছে ৪.১০ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদনের জন্য এ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১০ আগষ্ট, বুধবার সকাল ১০ টায় গলফ গার্ডেন, ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারন করা হয়েছে আগামী ৭ জুন।