English Version
আপডেট : ২৮ এপ্রিল, ২০১৬ ১৮:৪১

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম সম্পন্ন

অনলাইন ডেস্ক
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম সম্পন্ন

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১৭তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) বুধবার, ২৭ এপ্রিল ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মালেক।

ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ্ কাউন্সিলের চেয়ারম্যান শায়খ মোহাম্মদ কুতুব উদ্দিন, পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো: আলী, কোম্পানী সচিব জে কিউ এম হাবিবুল্লাহসহ কোম্পানির শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

সভায় শেয়ারহোল্ডাররা সবসম্মতিক্রমে ১০% ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন করে দেন। পাশাপাশি কোম্পানির ২০১৫ সালের সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নির্বাচন, নিরীক্ষকসহ অন্যন্যা এজেন্ডা অনুমোদন করেন।