English Version
আপডেট : ২৭ এপ্রিল, ২০১৬ ১২:৫৪

লিন্ডে বাংলাদেশের এএসইউ প্ল্যান্টের কাজ শুরু

অনলাইন ডেস্ক
লিন্ডে বাংলাদেশের এএসইউ প্ল্যান্টের কাজ শুরু

লিন্ডে বাংলাদেশ নতুন এয়ার সেপারেশন ইউনিট (এএসইউ) প্ল্যান্টের কাজ শুরু হয়েছে। যা ২০১৭ সালে শেষে এই প্ল্যান্টটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।

বুধবার (২৭ এপ্রিল) রাজধানীর অফিসার্স ক্লাবে কোম্পাটির ৪৩তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম)  এমন তথ্য জানিয়েছেন কোম্পাটির চেয়ারম্যান আইয়ুব কাদরি।

এসময়ে সভায় কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড অনুমোদন দেয় শেয়ারহোল্ডাররা। পাশাপাশি  সভায় উত্থাপিত ২০১৫ সালের আর্থিক বিবরণী, পরিচালকবৃন্দের প্রতিবেদন এবং নিরীক্ষকবৃন্দের প্রতিবেদন শেয়ারহোন্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন করেন।

আইয়ুব কাদরি বলেন, কোম্পানিটির ইতিহাসে অন্যতম গুরুত্ব ঘটনা হলো ১২০ কোটি টাকা ব্যয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জে নতুন এএসইউ প্ল্যাট স্থাপনের সিদ্ধান্ত। এর কাজ শুরু হয়েছে। এবং শেষ হবে ২০১৭ সালের শেষের দিকে। এর পর প্ল্যান্টটি বাণিজ্যিকভাবে উৎপাদনে যাবে।

পাশাপাশি বলেন, ব্যবসায় শীর্ষ অবস্থান ধরে রাখার পাশাপাশি কোম্পানির মূল্যবোধ ও নীতিগুলো সমুন্নত রাখব।

এছাড়াও উপস্থিত ছিলেন কোম্পানির ইরফান এস মতিন, পরিচালক ডেজাইরি বাচের, পারভীন মাহমুদ, ওয়ালিউর রহমান ভূঁইয়া প্রমুখ।