English Version
আপডেট : ২৬ এপ্রিল, ২০১৬ ১৫:৫৪

প্রাইম ব্যাংকের এজিএম সম্পন্ন

অনলাইন ডেস্ক
প্রাইম ব্যাংকের এজিএম সম্পন্ন

প্রাইম ব্যাংকের ২১তম বার্ষিক সাধারণ সভায় (এজিএম) পূর্ব ঘোষিত ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড কোম্পানির সাধারন বিনিয়োগকারীরা সর্বসম্মতিক্রমে অনুমোদন করেছে। এসময়ে কোম্পানির সর্বশেষ ৩১ ডিসেম্বর ২০১৫ আর্থিক পতিবেদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নির্বাচন, নিরীক্ষকসহ অন্যান্য এজেন্ডা আনুমোদন দেন বিনিয়োগকারীরা।

মঙ্গলবার (২৬ এপ্রিল) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে অনুষ্ঠিত কোম্পানির এজিএমে এ এজেন্ডাগুলো  অনুমোদন দেওয়া হয়। এসময় অন্যান্যের মধ্যে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আজম জে চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক আহমেদ কামাল ও সাধারণ শেয়ারহোল্ডাররা উপস্থিত ছিলেন।

জানা যায়, ২০১৫ হিসাব সমাপ্ত বছরে আয় কমলেও বিনিয়োগকারীদের ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছেন কোম্পানি। এ আলোচিত সময়ে প্রাইম ব্যাংক সুদ আদায়ের মাধ্যমে আয় করেছে ১ হাজার ৫৫৫ কোটি ১০ লাখ টাকা। যা পূর্ববর্তী বছরের ‍তুলনায় ১৬ শতাংশ কম। এসময়ে ব্যাংকটির সুদ বহির্ভূত আয় বেড়েছে। একইভাবে বেড়েছে পরিচালন ব্যয়।

সমাপ্ত বছরে ব্যাংকটির মুনাফা কমেছে। ২০১৫ হিসাব বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) দাঁড়িয়েছে ২.০৮ টাকা। কিন্তু ২০১৪ হিসাব বছরে প্রাইম ব্যাংকের ইপিএস ছিল ২.৩২ টাকা।