English Version
আপডেট : ২৫ এপ্রিল, ২০১৬ ১৩:২৬

জ্বালানি তেল বিপণনে কমিশন বেড়েছে

অনলাইন ডেস্ক
জ্বালানি তেল বিপণনে কমিশন বেড়েছে

জ্বালানি তেল বিপণনে যুক্ত তিন কোম্পানির কমিশন বাড়িয়ে দ্বিগুণ করেছে সরকার। কোম্পানি তিনটি হচ্ছে পদ্মা অয়েল, মেঘনা পেট্রোলিয়াম এবং যমুনা অয়েল।

রোববার (২৪ এপ্রিল) এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

নতুন কমিশন হার অনুসারে প্রতি লিটার ডিজেল ও কেরোসিন তেল বিক্রিতে ৫০ পয়সা কমিশন পাওয়া যাবে। আগে এ কমিশনের হার ছিল ২৫ পয়সা। অন্যদিকে পেট্রোল ও অকটেন বিক্রির কমিশন ৩০ পয়সা থেকে বাড়িয়ে ৬০ পয়সা করা হয়েছে।

ফার্নেস অয়েল বিক্রির কমিশন ৩৫ পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে ৫৫ পয়সা। এর আগে ২০১৩ সালে সর্বশেষ কমিশন বাড়ানো হয়।