তথ্য প্রযুক্তিতেও শক্তিশালী সেবা নিশ্চিত

তথ্য প্রযুক্তিতে উত্তরা ব্যাংকে শক্তিশালী ব্যাংকিং সেবা নিশ্চিত করেছি বলে জানিয়েছেন ব্যাংকটির চেয়ারম্যান আজহারুল ইসলাম।
রোববার (২৪ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টারে ব্যাংকটির ৩৩তম সাধারণ বার্ষিক সভায় (এজিএম) তিনি এ তথ্য জানান।
সভায় ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড, আর্থিক প্রতিবেদন, পরিচালক ও স্বতন্ত্র পরিচালক নির্বাচন, নিরীক্ষক ও তার বেতনসহ বিশেষ সভা আগাম ক্ষমতার এজেন্ডাগুলো বিনিয়োগকারীদের কাছ থেকে অনুমোদন করে নেন কোম্পানির কর্তৃপক্ষ।
সবশেষ ৩১ ডিসেম্বর ১৫ সমাপ্ত হিসাব বছরে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩.৭৮ টাকা। এর আগের বছর ছিল ৩.৫১ টাকা।
চেয়ারম্যান বলেন, আমরা সাইবার ক্রাইম রোধে ব্যবস্থা নিয়েছি। মানি লন্ডারিং প্রতিরোধ, আইটি নিরাপত্তা ঝুঁকি কমানোসহ তথ্য প্রযুক্তিতে শক্তিশালী ব্যাংকিং সেবা নিশ্চিত করেছি।
তিনি আরও বলেন. বিশ্ব অর্থনীতিতে মন্দার পরও বাংলাদেশের অর্থনীতি এগিয়ে যাচ্ছে। আমাদেরও অভ্যন্তরীণ উৎপাদনশীল খাতে বিনিয়োগ বাড়াতে হবে। উত্তরা ব্যাংক সেই কাজটি করছে।
এজিএম সভায় বিনিয়োগকারীদের অভিযোগ, সভায় কোনো সাধারণ বিনিয়োগকারীর বক্তব্য ছিল না। কোম্পানির কিছু সুবিধাভোগী নামমাত্র বিনিয়োগকারীরা পাশ পাশ শব্দে এজেন্ডাগুলো অনুমোদন করে নেয়।
বিনিয়োগকারী কামাল বলেন, পাশ পাশ এই দৃশ্য উত্তরা ব্যাংক বেলায় শুধু নয়, প্রায় অধিকাংশ কোম্পানির এজিএম সভায় এ ঘটনা ঘটে।
তবে কোন কারনে এজিএম এমনটি হয় সেই ব্যাপারে কোম্পানির কর্তৃপক্ষরা কোন মন্তব্য করতে রাজি নয়।
এজিএম সভা করান প্রসঙ্গে বিনিয়োগকারী অাবিদ বলেন, বিএসইসির আইন বছরে একবার সাধারন বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনায় মুনাফা বন্টন, পরিচালক নির্বাচন, আর্থিক পতিবেদনসহ নানা এজেন্ডা অনুমোদন করতে হয়। এই কারনেই তারা (কোম্পানি কর্তৃপক্ষ) এজেন্ডা অনুমোদনের জন্য সাধারনের অর্থ নষ্ট করে এ নাটকীয় এজিএম করেন। তাই এ নাটকীয় এজিএম বন্ধ করার দাবী করেন তিনি।
অনুষ্ঠানে ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইফতেখারুল ইসলাম, সৈয়দ এএনএম অহেদ, ইঞ্জিনিয়ার তোফাজ্জেল হোসেন, আসিফ রহমান, ফারুক আলমগীর, আরিফ রহমান, ইঞ্জিনিয়ার এম এস কামাল, আবুল বার্ক আলভি, এম তাজুল ইসলাম, স্বতন্ত্র পরিচালক নাজমুল করিম চৌধুরী, কামাল আক্তার, ড. রেজাউল করিম মজুমদার ও ব্যবস্থাপনা পরিচালক শেখ আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।