English Version
আপডেট : ২৩ এপ্রিল, ২০১৬ ১৩:৫২

ডিএসইর পিইরেশিও কমেছে

অনলাইন ডেস্ক
ডিএসইর পিইরেশিও কমেছে

গেল সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা যায়।

তথ্য অনুযায়ী, এই সপ্তাহে ডিএসইতে পিই রেশিও ১৪.৫০ পয়েন্টে অবস্থান করছে। যা আগের সপ্তাহে ছিল ১৪.৫১ পয়েন্ট।

সপ্তাহ শেষে বিশ্লেষণে দেখা যায়, ব্যাংক খাতের পিই রেশিও অবস্থান করছে ৬.৪ পয়েন্টে, সিমেন্ট খাতের ২৪.৫ পয়েন্ট, সিরামিক খাতের ২১.৪ পয়েন্টে, প্রকৌশল খাতের ১৯.২ পয়েন্ট, খাদ্য ও আনুষঙ্গিক খাতের ৩৪.৩ পয়েন্ট, জ্বালানি ও বিদ্যুৎ খাতের ১৩.৭ পয়েন্ট, সাধারণ বিমা খাতের ১০.৩ পয়েন্টে, তথ্য ও প্রযুক্তি খাতের ৩৯.১ পয়েন্টে, পাট খাতের মাইনাস ৩০.৭ পয়েন্ট।

এছাড়া বিবিধ খাতের ২৭.২ পয়েন্ট, এনবিএফআই ১৬.২ পয়েন্ট, পেপার অ্যান্ড প্রিন্টিং খাতের ২৫.১ পয়েন্ট, ওষুধ ও রসায়ন খাতের ২০.৭ পয়েন্ট, সেবা ও আবাসন খাতের ২৫.৯ পয়েন্ট, ট্যানারি খাতের ২৫.৬ পয়েন্ট, টেলিযোগাযোগ খাতের ১৭.৬ পয়েন্ট, বস্ত্র খাতের ১০.৩ পয়েন্ট এবং ভ্রমণ ও অবকাশ খাত ২৩.৬ পয়েন্টে অবস্থান করছে।