সপ্তাহজুড়ে দশ কোম্পানির এজিএম

চলতি সপ্তাহে দশ কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
কোম্পানিগুলো হলো- উত্তরা ব্যাংক, মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক, প্রাইম ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, পূবালী ব্যাংক, সামিট পূর্বাঞ্চল পাওয়ার, সামিট পাওয়ার, লিন্ডে বাংলাদেশ ও ইউনিয়ন ক্যাপিটাল।
উত্তরা ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামীকাল ২৪ এপ্রিল সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। এই সভা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা অনুষ্ঠিত হবে। ব্যাংকটি বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংকের এজিএম আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি, বসুন্ধরা অনুষ্ঠিত হবে। ব্যাংকটি ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ২০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। ।
প্রাইম ব্যাংকের এজিএম আগামী ২৬ এপ্রিল সকাল ১০টায় কেআইবি কমপ্লেক্স,কৃষি খামার সড়ক, ফার্মগেটে অনুষ্ঠিত হবে। ব্যাংকটি ১৫ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
আল-আরাফাহ ইসলামী ব্যাংকের এজিএম আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে নয়টায় আল-আরাফাহ ইসলামী ব্যাংকের হেড অফিসে অনুষ্ঠিত হবে। ব্যাংকটি ১৫ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক ডিভিডেন্ড।
পূবালী ব্যাংকের আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পূবালী ব্যাংক অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। ব্যাংকটি ৩ ১২ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের এজিএম আগামী ২৭ এপ্রিল সকাল ১১টায় ব্যাঙ্কুয়েট হল, কুর্মিটোলা গলফ ক্লাব অনুষ্ঠিত হবে। ব্যাংকটি ১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সামিট পূর্বাঞ্চল পাওয়ার এজিএম আগামী ২৭ এপ্রিল সকাল ১০টায় কেআইবি কমপ্লেক্স,কৃষি খামার সড়ক, ফার্মগেটে অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৩টায় কোম্পানির বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ২০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
সামিট পাওয়ারের এজিএম আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় কেআইবি কমপ্লেক্স,কৃষি খামার সড়ক, ফার্মগেটে অনুষ্ঠিত হবে। ওইদিন বিকেল ৫টায় কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ১৮ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ১২ শতাংশ ক্যাশ ও ৬ স্টক ডিভিডেন্ড লভ্যাংশ।
লিন্ডে বাংলাদেশ এজিএম আগামী ২৭ এপ্রিল সকাল সাড়ে ১০টায় অফিসার্স ক্লাব, বেইলি রোড অনুষ্ঠিত হবে। লিন্ডে বিডি ১১০ শতাংশ ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করেছে।
ইউনিয়ন ক্যাপিটাল কোম্পানির এজিএম আগামী ২৮ এপ্রিল সকাল সাড়ে ১০টায় পূবালী ব্যাংক স্পেক্ট্রা কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হবে। কোম্পানিটি ১২ শতাংশ ডিভিডেন্ড ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৭ শতাংশ স্টক ডিভিডেন্ড।