English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৮:৫৩

সিটি ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

অনলাইন ডেস্ক
সিটি ইন্স্যুরেন্সের ডিভিডেন্ড ঘোষণা

সিটি জেনারেল ইন্স্যুরেন্স ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থ বছরে ১০ শতাংশ স্টক ডিভিডেন্ড ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

বৃহস্পতিবার (২১ এপ্রিল) বিকেল ৩ টায় কোম্পানিটির বোর্ড সভায় এ সংক্রান্ত সিধান্ত গ্রহণ করা হয়।

প্রাপ্ত তথ্যানুযায়ী, এসময় কোম্পানিটির শেয়ারপ্রতি আয় হয়েছে ১.৫০ টাকা। এবং শেয়ারপ্রতি সম্পদ মূল্য হয়েছে ১৬.১৪ টাকা।

ঘোষিত ডিভিডেন্ড বিনিয়োগকারীদের অনুমোদনের জন্য আগামী ২২ জুন, সকাল সাড়ে ১১ টায় বার্ষিক সাধারণ সভার দিন নির্ধারণ করা হয়েছে। এ সংক্রান্ত রেকর্ড ডেট আগামী ১৫ মে।