English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৩:০০

৬ কোম্পানির সভা বিকেলে

অনলাইন ডেস্ক
৬ কোম্পানির সভা বিকেলে

৬ কোম্পানির পরিচালনা পর্ষদের বোর্ড সভা অাজ বিকেলে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলো হলো- সিটি জেনারেল ইন্স্যুরেন্স, ইসলামী ফাইন্যান্স, কাশেম ড্রাইসেলস, সিমটেক্স, ট্রাস্ট ব্যাংক এবং অলিম্পিক এক্সেসরিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সিটি জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা বিকেল ৩টায় অনুষ্ঠিত হবে। ইসলামী ফাইন্যান্স এবং কাশেম ড্রাইসেলসের বোর্ড সভা বিকালে। কোম্পানিগুলো ঢাকা স্টক একচেঞ্জে লিস্টিং রেগুলেশন ১৯ (১) অনুয়ায়ী এ বোর্ড সভাটি করবে।

সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত অর্থবছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পাশাপাশি বিনিয়োগকারীদের জন্য ডিভিডেন্ড ঘোষণা করা হতে পারে বলে জানা গেছে।

বিকেল ৩টায় সিমটেক্স ও অলিম্পিক এক্সেসরিজের বোর্ড সভা অনুষ্ঠিত হবে। আর দুপুর ২.৪৫ মিনিটে টায় অনুষ্ঠিত হবে ট্রাস্ট ব্যাংকের বোর্ড সভা। কোম্পানিগুলো ঢাকা স্টক একচেঞ্জে লিস্টি রেগুলেশন ১৬(১) অনুযায়ী এ বোর্ড সভাটি করবে।