English Version
আপডেট : ২১ এপ্রিল, ২০১৬ ১৫:৪৬

উভয় পুঁজিবাজারে সূচকসহ লেনদেন কমেছে

অনলাইন ডেস্ক
উভয় পুঁজিবাজারে  সূচকসহ লেনদেন কমেছে

দেশের দুই স্টক এক্সচেঞ্জে বৃহস্পতিবার (২১ এপ্রিল) সূচকসহ লেনদেন কমেছে। এদিনে আগের কার্যদিবস তুলনায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১৭ কোটি টাকার লেনদেন কমেছে।

এই সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার সূচকের পতনে লেনদেন শুরু হয়েছিল পুঁজিবাজারে। গত পাঁচ কার্যদিবসে টানা পতনে ডিএসই প্রধান সূচক ৪ হাজার ৩৯৩ পয়েন্ট থেকে ৪ হাজার ৩৪০ পয়েন্টে নেমে এসেছে।

বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৪১৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১৭ কোটি ১১ লাখ টাকা কম।

এদিন ডিএসইর ডিএসইএক্স সূচক ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৩৪০ পয়েন্টে। শরীয়াহ সূচক দশমিক ৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে এক হাজার ৫৭ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে এক হাজার ৬৬৬ পয়েন্টে।

এসময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯৪টি কোম্পানির, দর কমেছে ১৮১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির।

অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বৃহস্পতিবার সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। এদিনে সিএসই সার্বিক সূচক ৩৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩ হাজার ৩৭৭ পয়েন্টে। এসময়ে সিএসইতে লেনদেন হয়েছে ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ১৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।